নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার সঙ্গে বৈঠক করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো. খোরশেদ আলম। রোববার (১ অক্টোবর) ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন দূতাবাস জানিয়েছে রেনা বিটার কনস্যুলার বিষয়ে আলোচনা করেছেন। এর আগে গন শনিবার ( ৩০ সেপ্টেম্বর) রাতে ঢাকায় আসেন রেনা বিটার।
ঢাকাস্থ মার্কিন দূতাবাস বৈঠকে আলোচনার বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিসহ প্রকাশ করে। দূতাবাস জানায়, শিক্ষার্থী ভিসার আগ্রহ বৃদ্ধি, আমেরিকান নাগরিকদের কনস্যুলার সহায়তা এবং ভিসা সাক্ষাৎকারে অপেক্ষা সময় কমিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: