• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রংপুরে বিভিন্ন ক্রীড়া স্হাপনার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ৩০ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:৪৮ এএম
বিভিন্ন ক্রীড়া স্হাপনার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল

ডেস্ক রিপোর্টার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল ২৯ মে, রংপুরের শেখ রাসেল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন ক্রীড়া স্হাপনার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করেন।  

জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রায় ৪১ কোটি ১৮ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন রংপুর শেখ রাসেল জেলা স্টেডিয়াম, শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম, শেখ রাসেল সুইমিংপুল, রংপুর সদর এর পালিচড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

প্রতিমন্ত্রী বলেন, ২৯ মে, রংপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দের দিন। রংপুরের ক্রীড়ার উন্নয়নে আমরা বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের নামে প্রায় ৪২ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন ক্রীড়া স্হাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি। এ সকল ক্রীড়া স্হাপনা নির্মিত হলে রংপুরে ক্রীড়ার মানোন্নয়নে নবজাগরণের সূচনা হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, রংপুরের জনগণের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সীমাহীন ভালোবাসা রয়েছে। তিনি সবসময় রংপুরবাসীর প্রতি বিশেষ নজর দিয়ে থাকেন। যে কোনো উন্নয়ন প্রকল্পে তিনি রংপুরকে অগ্রাধিকার দিয়ে থাকেন। আজকের এ সকল উন্নয়ন কর্মযজ্ঞ সেটিই প্রমাণ করে। এ সময় প্রতিমন্ত্রী রংপুরের কৃতি সন্তান উপমহাদেশের প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলার জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, রংপুরের পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগের সভাপতিসহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী রংপুর পুলিশ লাইন্স স্কুল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট বালিকা এর জেলা পর্যায়ের খেলার উদ্বোধন ঘোষণা করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image