গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁও থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মোহাম্মদ শিবিরুল ইসলাম যোগদান করেছেন। তিনি ২০০৩ সালে সাব-ইন্সপেক্টর পদে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
মোহাম্মদ শিবিরুল ইসলাম সাবেক ওসি মোঃ শাহীনুজ্জামান খানের স্থলাভিষিক্ত হয়ে রবিবার বিকেলে গফরগাঁও থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি সিলেটের মৌলভীবাজার ও নরসিংদী জেলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ কর্মরত ছিলেন। নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম মুন্সিগঞ্জ জেলার কৃতি সন্তান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
নবাগত ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম গফরগাঁও থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: