ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি পদে উপ-নির্বাচন শুক্রবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সকাল ১০ টা থেকে দুপুর ১২বটা পর্যন্ত চলে ভোট গ্রহন। নির্বাচনে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন (দৈনিক মানব জমিন) ২০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা (দৈনিক তিতাসকন্ঠ) পেয়েছেন ১৫ ভোট।
ভোট গ্রহণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব উপ-নির্বাচন-২০২৪ এর নির্বাচন কমিশনার ও জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইকরামুল হক নাহিদ ফলাফল ঘোষনা করেন।
উল্লেখ্য ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি গত ২০২৩ সালের ৬ মার্চ ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সভাপতি পদটি শুন্য হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: