• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রংপুর হাউজিং প্রকল্পের নামে প্রতারণার অভিযোগ,  গ্রেফতার-১


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫৭ এএম
রংপুর হাউজিং প্রকল্পের নামে প্রতারণা
গোলজার হোসেন প্রামানিক (৫২) নামে প্রতারককে গ্রেফতার

জুলফিকার জুয়েল, রংপুর প্রতিনিধি: রংপুর নগরীতে হাউজিং প্রকল্পের নামে প্রতারণার অভিযোগে গোলজার হোসেন প্রামানিক (৫২) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। পরে ভ্রাম্যমান আদালতে তাকে এক মাসের সাজা দেয়া হয়। 

রোববার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া)  ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ।

মহানগরীর তাজহাট থানার ধর্মদাস মিলনপাড়া এলাকার মৃত আবু তাহের প্রামাণিকের পুত্র মোঃ গোলজার হোসেন প্রামানিক (৫২) মডেল স্যাটেলাইট টাউন হাউজিং প্রকল্পের নামে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পায়তারা করছে।এরই ধারাবাহিকতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দলের সহায়তায়  তাজহাট দর্শনা মোড় সংলগ্ন মোফাজ্জল হোসেনের সৌখিন ভিলা বসত বাড়ীর ষষ্ঠ তলায় মোবাইল কোর্ট পরিচালনা করা করে।

এসময় উক্ত প্রজেক্ট এর নামমাত্র অফিস কক্ষে অভিযান চালিয়ে উল্লিখিত প্রজেক্টের গঠনতন্ত্র, ব্যানার, স্থানীয় পত্রিকায় প্রজেক্ট এর বিজ্ঞাপন, বিভিন্ন নামীয় সীল, বেতন বই, বিভিন্ন পর্যায়ের আদেশ নামার কপি উদ্ধার পূর্বক মোঃ গোলজার হোসেন প্রামানিককে হেফাজতে নেয়া হয়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ ব্যতীত এস্টেট উন্নয়ন প্রকল্পের কাজ ও বিজ্ঞাপন প্রচার করায় এবং জনসাধারণকে প্রতারিত করার উদ্দ্যেশ্য অসত্য বিজ্ঞাপন দেওয়ায় উল্লিখিত প্রজেক্টের চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন প্রামানিককে ভ্রাম্যমান আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদুল ইসলাম ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী  উপরোক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে তাকে  রংপুর কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image