
জামালপুর প্রতিনিধি: তথ্য অধিকার আইন এবং অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে জামালপুরে দুদিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।
মঙ্গলবার বিকেলে জামালপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) ও টিআইবির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে। দুদিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
আলোচনা সভায় সনাক জামালপুরের সভাপতি অজয় কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান।
এছাড়াও আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোক্তার আহমেদ, সহকারী পুলিশ সুপার সোহরাব হোসেন, পৌর মেয়র মোঃ ছানোয়ার হোসেন ছানু, দুদকের উপপরিচালক মলয় কুমার সাহা, সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দীন, তথ্য মেলা কমিটির আহ্বায়ক অধ্যাপক কায়েদ উদ জামান, সনাকের সহ-সভাপতি শামীমা খান প্রমুখ। তথ্য মেলায় জামালপুরের সরকারি-বেসরকারি ৩৮ প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: