• ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আটোয়ারীতে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০২ পিএম
আটোয়ারীতে ২৫ মার্চ
গণহত্যা দিবস পালিত 

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে বিভিন্ন কর্মসুচি পালনের মাধ্যমে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে কর্মসুচির মধ্যে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন, রাত ১০:৩০ মি: থেকে ১০:৩১ মিনিট পর্যন্ত ব্লাক আউট, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত ছিল অন্যতম।  

গণহত্যা দিবস উপলক্ষে শনিবার ( ২৫ মার্চ) বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম। দিবসটির উপর গুরুত্বারোপ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম । 

আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ নুরুল ইসলাম, সাবেক সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, সাবেক অর্থ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ পশিম উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মোঃ খলিলুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ। 

বক্তরা ভয়াল ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবস পালনের স্বীকৃতি লাভের দাবী জানান। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে বিভিন্ন মসজিদে মোনাজাত এবং অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image