
নিউজ ডেস্ক : দেশের দুই বিভাগের চার জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ঝড়ের পূর্বাভাস নেই। জেলাগুলো হলো- রাঙ্গামাটি, খাগড়াছড়ি, সিলেট ও মৌলভীবাজার।
অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়া পূর্বাভাসে এতথ্য জানানো হয়।
ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিন আর বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময় সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে কমতে পারে তাপমাত্রা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: