• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শহীদ মুক্তিযোদ্ধাদের উপহার ও মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১০ পিএম
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা
শহীদ মুক্তিযোদ্ধাদের উপহার ও মিষ্টি পাঠালেন

নিউজ ডেস্ক : যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপহার সামগ্রী, ফল এবং মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৬ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এসব উপহার সামগ্রী হস্তান্তর করেন।

এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো  এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই অংশ হিসেবে রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হাতে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দেয়া হয়েছে।

আরও উল্লেখ করা হয়, মুক্তিযোদ্ধারা মনে করেন- শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা—দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ এবং আত্মমর্যাদাশীল ‘সোনার বাংলাদেশ’ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image