নিউজ ডেস্ক : শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস দেশে ফিরেই আবেগপ্রবণ হয়ে কাঁদলেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরের দিকে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে কাঁদলেন তিনি।
সংবাদ সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূস বলেন, শহীদ আবু সাইদ ও আন্দোলনে শহীদের কারণেই আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাদের সাহসের কথা দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে এবং দ্বিতীয় স্বাধীনতার কথা প্রচার করতে হবে। সবাই মিলেই বাংলাদেশ।
এর আগে, ড. মুহাম্মদ ইউনূস দুপুর ২টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
দেশের কোথাও হামলা না করার আহ্বান জানিয়ে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘যদি আমাকে বিশ্বাস করেন তাহলে সারাদেশে চলমান হামলা বন্ধ করেন। তা না করলে আমার এখানে প্রয়োজন নেই।’
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বুধবার (৭ আগস্ট) ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন ড. ইউনূস। আজ রাত ৮টায় শপথগ্রহণ করবেন তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার (৫ আগস্ট)। এরপর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: