
নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশের মঞ্চ অনুষ্ঠান চলাকালে অতিথিদের নিয়ে ভেঙে পড়েছে। মঞ্চ ভেঙে যাওয়ার সময় বক্তব্য রাখছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে গেছেন ওবায়দুল কাদেরসহ মঞ্চে উপস্থিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান প্রায় সব নেতাকর্মী। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
মঞ্চ ভেঙে যাওয়ায় ওবায়দুল কাদেরসহ মঞ্চে উপস্থিত ছাত্রলীগের সাবেক ও বর্তমান প্রায় সব নেতাকর্মী পড়ে যান। শুক্রবার বিকেল সোয়া চারটায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। তবে মঞ্চ ভেঙে যাওয়ার কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে ফের বক্তব্য দেয়া শুরু করেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, একটু আগে মঞ্চ ভেঙে গেছে, এটা স্বাভাবিক ঘটনা। কিন্তু নেতাদের মঞ্চে ওঠা, এত নেতা আমার দরকার নেই। আমাদের আরও কর্মীর দরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কর্মীর দরকার।
যেকোনো অনুষ্ঠানে গেলে সামনের লোকের চেয়ে মঞ্চে লোক বেশি, এত নেতা কেন? নেতা উৎপাদনের এত বড় কারখানা আমাদের দরকার নেই। কর্মী উৎপাদনের কারখান চাই, সেটাই হোক ছাত্রলীগ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: