
জয়পুরহাট প্রতিনিধিঃ এক সময়ে যাঁদের মাথা গোঁজার ঠাঁই ছিলনা। ছিলনা বাড়ির নিমার্ণের জন্য নিজেদের কোন জায়গা। পরের জায়গায় খড়কুটো দিয়ে তৈরী ঘরেই ছেলে-মেয়েদের সঙ্গে জীবনযাপন করতেন। হারিকেনের আলোয় ছেলে-মেয়েদের পড়াশোনা, ছিলনা আধুনিক মানের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। তারাই এখন পাকাঘরে নতুন করে সংসার সাজানোর স্বপ্ন বুনছেন। শুধু পাকাঘর নয়, সঙ্গে পাচ্ছেন নিজেদের নামে জায়গার দলিলও। তাদের ঘরে জ্বলবে বিদ্যুতের আলো, ঘুরবে মাথার উপর বৈদ্যুতিক পাখা, চলবে রঙিন টেলিভিশনও।
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউপির নান্দাস গ্রামে প্রধানমন্ত্রীর দেওয়া ভুমিহীনদের জন্য ২০টি ঘর নিমার্ণ করা হয়।
মঙ্গলবার দুপুরে জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এই নিমার্ণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকতার্ (ইউএনও) মো.বরমান হোসেন, উপজেলা প্রোকৌশলী আব্দুল কাইয়ুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মোসা. নুর-এ শেফা, থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (ওসি) পলাশ চন্দ্র দেব, উপজেলা আ.লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল ও রফিকুল ইসলাম চৌধুরী।
ঢাকানিউজ২৪.কম / আল-কারিয়া চৌধুরী/কেএন
আপনার মতামত লিখুন: