
সোহানুর রহমান সোহান, ভৈরব প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা ও থানা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ- সংগঠনের নেতা- কর্মীরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু,পৌর আওয়ামীলীগ সভাপতি এস. এম. বাকী বিল্লাহ,সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু প্রমূখ।
এ সময় বক্তা বলেন বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ছিলো বাঙালীর মুক্তির ও স্বাধীনতার সংগ্রামের ভাষণ। যা মুক্তিকামী বাঙালীদের স্বাধীনতা এনে দিয়েছে। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসেনর আয়োজনে বঙ্গ- বন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করেন নিবাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লোনা ও আওয়ামীলীগের দলীয় নেতা- কর্মীরা।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: