• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দুর্গাপুরে পুকুর থেকে মর্টার শেল উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:২১ পিএম
ভেকু মেশিন দিয়ে খনন করছিলেন
মর্টার শেল

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি:  নেত্রকোণার দুর্গাপুরে পুকুর খনন করার সময় মাটির নিচ থেকে একটি মর্টার উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের নাজিম উদ্দিনের পুকুর থেকে এ মর্টার শেলটি উদ্ধার করা হয়।

এ ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার আব্দুল কুদ্দুস জানান, স্থানীয় দিনমজুর আজিজুল ইসলাম একটি বড় লোহার বস্তু নিয়ে আমার বাড়িতে আসেন। আমি বস্তুটি চিনতে না পেরে দুর্গাপুর থানায় অবহিত করি। পরে পুলিশ সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

দুর্গাপুর থানার এসআই আব্দুল হান্নান স্থানীয়দের বরাতে বলেন, নাজিম উদ্দিনের পুকুরে ভেকু মেশিন দিয়ে খনন করছিলেন। ওই সময় একই গ্রামের আজিজুল হক মাটির নিচ থেকে ওই মর্টার শেলটি বেরিয়ে আসতে দেখেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়। “মর্টার শেলটি অনেক পুরোনো, এটির গায়ে ১৯৫৩ লেখা রয়েছে।

ময়মনসিংহ থেকে বিস্ফোরক বিশেষজ্ঞ দল এসে মর্টার শেলটি দেখার পর পরবর্তি সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে স্থানীয় দেবথৈল খেলার মাঠে মর্টারশলটি পুলিশ প্রহরায় রাখা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image