নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের অধিকাংশ জেলার বিভিন্ন স্থানে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ী-ঘরে ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হিন্দু মা-বোন, ভাইদের নির্যাতন, হত্যার প্রতিবাদে জামালপুরে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করে। এসময় তারা আট দফা দাবী উত্থাপন করে বলেন, আমরা বাংলাদেশি, এটা আপনার আমার সকলের দেশ আমরা কোথাও যাবো না।
রবিবার (১১ আগস্ট) সকালে জেলা শহরের দয়াময়ী মোড়ে সনাতনী সাধারণ শিক্ষার্থীবৃন্দ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, জেলা শাখার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় তারা তুমি কে আমি কে সনাতনী সনাতনী, রক্তে আগুন লেগেছে সনাতনীরা জেগেছে, মিডিয়া চুপ কেন জবাব চাই জবাব চাই, আমার মাটি আমার মা বাংলাদপশ বাংলাদেশ, আমাদের আট দফা মানতে হবে মানতে হবে ইত্যাদি শ্লোগানে মূখরিত করে তুলে সমাবেশ প্রাঙ্গণ।
সমাবেশ সনাতনী সাধারন শিক্ষার্থীরা পরিচালনা করেন, বক্তব্য এবং শ্লোগান দেন। এসময় কোন প্রবীন সনাতন ধর্মাবলম্বী কাউকে বক্তব্য দিতে দেখা যায়নি। এবিষয়ে প্রবীণরা বলেন, আমরা নবীনদের উপর এদেশের দায়িত্ব ছেড়ে দিয়েছি। তারা আনাদের ভবিষ্যৎ। তাই তাদের উপর আমরা এই সমবেশের দায়িত্ব ছেড়ে দিয়েছি। তরুণরা খুব ভাল একটি সমাবেশ করেছে। তার ভাল শ্লোগান, বক্তব্য দিচ্ছে।
সমাবেশে সনাতন ধর্মাবলম্বী ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর নগর, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোনের শিক্ষার্থীরা উপস্থিত ছিল। এছাড়া, হিন্দু ধর্মাবলম্বী পেশাজীবী, ব্যবসায়ী, সাধারণ মানুষ উপস্থিত ছিল।
সমাবেশে বক্তারা বলেন, আপনারা বলছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু হিন্দুরা এখনো স্বাধীন হয়নি। কথায় কথায় আমাদের বলা হয় ভারত চলে যাওয়ার জন্য। ভারত কি আমার বাপের দেশ যে আমরা ভারত চলে যাবো। বাংলাদেশই আমার বাপের দেশ, আমার জন্মভূমি। আমরা এখানেই থাকবো। এই দেশ গঠনে হিন্দুদেরও অবধান রয়েছে। মুক্তিযুদ্ধে আমাদের অবদান আছে। সারাদেশে ৪৫ টি জেলায় হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ী-ঘর ও মন্দিরে হামলা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং দোষীদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে আট দফা দিয়েছি। আমাদের এই আট দফা মানতে হবে।
এছাড়া সমাবেশে জামালপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহরিয়ার সাগর বলেন, এদেশে কোন সংখ্যালঘু নাই, আমরা সবাই বাঙ্গালী এবং বাংলাদেশের মানুষ। আমরা হিন্দু-মুসলমান সবাই ভাই ভাই। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাংলাদেশে কোন বৈষম্য থাকুক চাই না।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: