
ডেস্ক রিপোর্টার: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, আধুনিক রেল ব্যবস্থা গড়ে তুলতে ইউরোপীয় দেশগুলো সহায়তা করবে। মঙ্গলবার (৪ জানুয়ারী) রেলভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন রেলমন্ত্রী।
তিনি আরও জানান, সম্প্রতি যুক্তরাজ্য, জার্মানি, স্পেন, ফ্রান্স ও রাশিয়া সফর করেছে একটি প্রতিনিধি দল। সেসব দেশের প্রযুক্তি ও কারিগরি জ্ঞানকে কাজে লাগিয়ে, বাংলাদেশের রেল ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা হবে। এছাড়া আধুনিক ও উন্নত রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানান রেলমন্ত্রী।
রাজধানীর কমলাপুর, চট্টগ্রামসহ দেশের সব বড় স্টেশনগুলোকে মাল্টিমোডাল হাব হিসেবে নির্মাণ করা হবে বলেও জানান তিনি। জাপানের সাথে এ নিয়ে সমঝোতা স্মারক সাক্ষর হয়েছে। ২০২৪ সালে কমলাপুর রেলস্টেশন দিয়ে শুরু হবে কাজ।
চলতি বছরের ডিসেম্বরে কমলাপুর থেকে ভাঙ্গা পর্যন্ত রেল সংযোগ হবে এবং কক্সবাজার পর্যন্ত রেললাইনও নির্মিত হয়ে যাবে বলে জানান রেলমন্ত্রী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: