
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলা বাংগালপাড়া - চাতলপাড়ের সড়ক এবং ব্লক গিলে খাচ্ছে দুই ইটভাটা।ফলে একদিকে মারাত্মক ক্ষতির সন্মুখীন সম্ভাবনা দেখা দিয়েছে হাওরের স্বপ্নের সড়কটিতে। অন্যদিকে একটু বৃষ্টি হলে সড়কটিতে বাড়ছে দূর্ঘটনা। এসব অভিযোগ উঠলেও অজ্ঞাত কারণে নীরব স্হানীয় প্রশাসন।যদিও সরজমিনে গিয়ে অভিযান পরিচালনার কথা বলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুন অর রশিদ।
স্হানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) উপজেলা অফিস সূএে জানা গেছে, উপজেলার বাংগালপাড়া থেকে নোয়াগাঁও পর্যন্ত প্রায় সাড়ে ১০ কিলোমিটার সড়কটির পাশেই রয়েছে এটিবিব্রিকিস এবং আয়েশা ব্রিকিস নামের দুটি ইটভাটা। আর ইটভাটার মাটি ফেলে ইতিমধ্যে সড়কের ব্লক এবং সড়কের কিছু অংশ দখল করে নিয়েছে।
এলাকাবাসী জানায়, অষ্টগ্রাম থেকে বি- বাড়িয়া যাওয়ার একমাএ সড়ক এটি।কিন্তু সড়কটির পাশেই দুটি ইটভাটা থাকায় মাটি পরিবহনের সময় সেগুলো পড়ে থাকছে।এর ফলে অল্প মেঘ বৃষ্টিতে সড়কটির উপর পড়ে থাকা মাটিগুলো পিচ্চিল হয়ে মারাত্মক দূর্ঘটনা ঘটছে।
এ ব্যাপারে এলজিইডি উপজেলা প্রকৌশলী গোলাম সামদানী জানান,তিনি নিজে গিয়ে দেখেছেন আয়েশা ব্রিকস নামের একটি ইটভাটা সড়কের বেশ কিছু জায়গায় দখল করে মাটি ফেলে রেখেছে। এ কারণে সড়কের কার্পেটিংয়ের মারাত্মক ক্ষতি হচ্ছে। বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্মকতা সঙ্গে যোগাযোগ করে ব্যবস্হা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ জানান, সরজমিনে গিয়ে অভিযান পরিচালনা করবেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: