• ঢাকা
  • বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:০৩ পিএম
শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরন, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট  বিষয়ে আলোচনা হয়
আলোচনা অনুষ্ঠান

বোরহান মেহেদী, নরসিংদী প্রতিনিধি: 'শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক' এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নরসিংদীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার ১৩ অক্টোবর নরসিংদীর এলজিইডি মিলনায়নে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারী  উন্নয়ন সংস্থা মাদার ডেভেলপমেন্ট  সোসাইটি  (এমডিএস) ও গণসাক্ষরতা অভিযান’র যৌথ বাস্তবায়নে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক  শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার। এমডিএস এর নির্বাহী পরিচালক  ফাহিমা খানমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  মো: ইসমাইল হোসেন, নরসিংদী শহর সমাজ সেবা কর্মকর্তা রেজাউল  করিম হিমেল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি ফাহিমা খানম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আইডিয়াল  উচ্চ বিদ্যালয়ের প্রধান মনজিল এ মিল্লাত, ভেলানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন।   শিক্ষক, সুইড প্রতিবন্ধি স্কুলের প্রধান শিক্ষক, এসএমসি সদস্য এস এম শরিফ, রিয়াজুল ইসলাম প্রমূখ।

এতে শিক্ষক-শিক্ষার্থী, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, এনজিও কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক  মিডিয়ার সংবাদ কর্মীগণ। সেমিনারে ছাত্র-শিক্ষকের  মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত। একজন আদর্শ ও নীতিবান শিক্ষকে কি কি গুনাবলি থাকতে হবে, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষা উপকরন, শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট এসকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

ঢাকানিউজ২৪.কম / বোরহান মেহেদী

আরো পড়ুন

banner image
banner image