
মোহাম্মদ রুবেল : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনেক দল আছে তারা শিশু-কিশোরদের নিয়ে রাজনীতি করতে চায়। কিন্তু আওয়ামী লীগ শিশু-কিশোরদের নিয়ে রাজনীতি করতে চায় না। মানবিক বাংলাদেশ গড়তে চায়।
তিনি বলেন, সরকারের পতন ঘটাতে চেয়ে জনগণের কাছে বিএনপির পতন হয়েছে। তাই বিএনপি এখন গণতন্ত্রকে হত্যার অপচেষ্টায় লিপ্ত। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কোনোদিন আসবে না। বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার শুধু পাকিস্তানে আছে। এটার অনুকরণ এ দেশে চলবে না।
আওয়ামী লীগ এ নেতা, আমাদের দেশ হবে উন্নত। মানবিকতার দিক থেকে পৃথিবীকেও হার মানাবে। শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সঠিকভাবে গড়ে তুলতে হবে। পরীক্ষায় ফেল করলেও দমে যাওয়া যাবে না। প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে হবে। স্বপ্ন দেখতে হবে নিজের, পরিবারের, সমাজের এবং রাষ্ট্রের জন্য।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: