• ঢাকা
  • সোমবার, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিএনপি সহিংসতার দায় এড়াতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ০৩ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৪ পিএম
মহাসমাবেশের সহিংসতার দায় এড়াতে পারে না বিএনপি
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

নিউজ ডেস্ক : ২৮ অক্টোবরের সহিংসতার দায় বিএনপি কখনও এড়াতে পারবে না বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাদের যেভাবে অনুমতি দেওয়া হয়েছে সেভাবেই (সভা-সমাবেশ) করেছে। কিন্তু গত ২৮ অক্টোবর সমাবেশের শুরু থেকেই তাদের নেতাকর্মীরা বেপরোয়া আচরণ শুরু করে। বিচারপতির বাসভবনে আক্রমণ করলে পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর আক্রমণ করে। পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার এই দায় বিএনপির কোনো নেতাকর্মী এড়াতে পারে না।’

জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে শুক্রবার (৩ নভেম্বর) তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কিছু উন্নত প্রযুক্তির গোপন ক্যামেরা রাস্তায় সেট করেছিলাম। সেগুলোও তারা নষ্ট করে দিয়েছে, যাতে এসব সহিংসতার কোনো আলামত না থাকে। তারপরও আমাদের হাতে বেশকিছু আলামত আছে। আমরা চেষ্টা করছি সেগুলো দেখে (সহিংসতাকারীদের) শনাক্ত করতে।’

তিনি বলেন, ‘বিএনপি একের পর এক সহিংসতা ও অগ্নিসংযোগ করে চলছে। তারা আমাদের পুলিশ হাসপাতালে আগুন দেয়, হাসপাতালের গাড়িঘোড়া পুড়িয়ে দেয়। এক পুলিশ সদস্যকে নৃশংসভাবে হত্যা করেছে। সমাবেশের নামে এক ভয়ংকর পরিস্থিতি সৃষ্টি করেছিল। বিএনপির উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের শান্তি সমাবেশে যারা যাবে তাদেরকে মারধর করা।’

তিনি বলেন, ‘বিএনপি নেতারা ঘরে বসে যেভাবে নির্দেশনা দিচ্ছিল, কর্মীরা সেভাবে সহিংসতা করেছে, এজন্য নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে।’

এসময় জেলহত্যা দিবসে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী ও জাতীয় চার নেতার পরিবারের সদস্যরা। এরপর চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image