
নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রথম সভা। সোমবার সন্ধ্যায় গণভবনে এ সভা হয়েছে।
শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সেই কাউন্সিলে ৮১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ৪৮টি পদের নাম ঘোষণা করা হয়। তবে সেখানে কার্যনির্বাহী সদস্য হিসেবে কারো নাম ঘোষণা করা হয়নি। কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করতে সভাপতিমণ্ডলীর আজকের সভায় নির্বাচনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সভাপতি হিসেবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: