
নিউজ ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সন্তানদের দেখতে এসে এক নারী ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ওই ঘটনায় মামলার ১০ দিন পর রাজধানী গাবতলী ও বসিলা এলাকা থেকে তাদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
গ্রেফতারকৃতরা হলেন- শাহিন খান (১৯), বিল্লাল হোসেন (২৫), আল আমিন হোসেন (২৬), সবুজ (২৬) ও রাসেল মোল্লা রাসেল (২৪)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে তেজগাঁও বিভাগের ডিসি আজিমুল হক জানান, ধর্ষণের ওই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে ভুক্তভোগী নারীর খোয়া যাওয়া মোবাইলটি উদ্ধার করা হয়।
আজিমুল হক আরও জানেন, প্রথমে শাহিন খানকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি চারজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এখনও দুজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে চেষ্টা চলছে। এছাড়াও দুটি রিকশা উদ্ধার করা হয়েছে।
গত মাসের ২৫ জানুয়ারি যশোর থেকে এক নারী বসিলা এলাকায় তার সন্তানদের দেখতে এসে একটি চক্রের হাতে ধর্ষণের শিকার হন। পরে তাকে উদ্ধার করা হয়।
ওই ঘটনার পরদিন মোহাম্মদপুর থানায় একটি মামলা করা হয়। এরপর ধর্ষণে জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ।
ঢাকানিউজ২৪.কম / এম আর
আপনার মতামত লিখুন: