
সুমন দত্ত: জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা ২০২০ প্রণয়ান করেছে। এই বিধিমালায় বেশ কয়েকটি নিবর্তনমূলক আইন রয়েছে। যা মৌলিক অধিকার পরিপন্থি। বিতর্কিত এসব ধারা বাতিলের দাবি জানিয়েছে ফেডারেশন অব কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফর্ওয়াডিং এজেন্টস অ্যাসোসিয়েশন।
রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবা্দ সম্মেলন এ দাবি জানান তারা। এদিন সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন মহাসচিব সুলতান হোসেন খান,সভাপতি আলহাজ শামসুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, লাইসেন্স বিধিমালার ২৩(১)ঞ, এবং ২৩(৪) াসএন্ডএফ ব্যবসায়ীদের স্বার্থ বিরোধী। এছাড়া এইচ এস কোড ্ও সিপিসি কোড এর ভুলের কারণে জরিমানা আরোপ ্ও শাস্তির বিধান বাতিল করতে হবে। একটি সুন্দর ব্যবসা বান্ধব আইন করার দাবি জানান তারা।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: