
নিউজ ডেস্ক: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের চারপাশ ঘিরে রেখেছে পুলিশ। নটরডেম কলেজের সামনে, করিম চেম্বার ভবন, কালভার্ট রোড, মতিঝিল রোড, টিকাটুলি মোড়ে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
শাপলা চত্বরেই সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলাম। তবে অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ শনিবার সকালে সাড়ে ৮টা দিকে শাপলা চত্বরে গিয়ে দেখা যায়, পুরো শাপলা চত্বর নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে পুলিশ। কাউকে শাপলা চত্বর এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কেউ প্রবেশ করতে চাইলে তাঁকে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ।
সকাল থেকে শাপলা চত্বরের আশপাশে জামায়াতে ইসলামের কোনো নেতা কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। তবে এলাকাবাসী বলছে, সকালে সাড়ে ৭টার দিকে কিছু লোক 'নারায়ে তকবির-আল্লাহু আকবার, বাংলাদেশ জামায়াতে ইসলামি-জিন্দাবাদ' স্লোগান দেয়। পরে পুলিশের উপস্থিতিতে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যায়।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: