নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজিমিজি গ্রামের বটতলায় সন্ত্রাসীর চাপাতির আঘাতে জিয়াউর রহমান (৩২)নামে এক কাপড়ের ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বজনরা।
শুক্রবার(০২আগষ্ট) রাত আনুমানিক আটটার দিকে এ ঘটনাটি ঘটে। পরে মুহুর্চি অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রাত সাড়ে নয়টায় মৃত ঘোষণা করেন।
জিয়াউর রহমান শরীয়তপুরের জাজিরা থানার ডাইমুদ্দি হাজির কান্দি গ্রামের মৃত আলী হোসেন হালদার। বর্তমানে সানারপাড় সাইনবোর্ড এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।তিনি এক মেয়ে এক ছেলের জনক ছিলেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মোঃ রাজীব জানান,ঘটনাস্থলে একটি চায়ের দোকানের সামনে আমরা কয়েক বন্ধু মিলে লুডু খেলছিলাম। এ সময় হিজবুল্লাহ নামে স্থানীয় এক সন্ত্রাসী কোন কিছু বুঝে ওঠার আগেই চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে দ্রুততাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জানান জিয়াউল আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: