
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে শুরু হয়েছে দুই দিনব্যাপী পিঠামেলা ও সাংস্কৃতিক উৎসব। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে পিঠামেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হামিদ মাস্টার। এ্যাডভোকেট এস এম আঃ রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী,ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম প্রমূখ।
স্বাগত বক্তব্য দেন মেলার আয়োজক প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক শারমীন জাহান শীলা। মেলায় ৫টি পিঠার স্টল বসেছে। প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: