
আন্তর্জাতিক ডেস্ক: কর্মী সংকট ও বেতন বাড়ানোর দাবিতে অস্ট্রেলিয়ায় বিক্ষোভে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা। সোমবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাড হ্যাজার্ডের সঙ্গে ইউনিয়ন নেতাদের আলোচনা ব্যর্থ হওয়ার পর সিডনিতে রাস্তায় নামেন হাজার হাজার নার্স।
এক দশকের মধ্যে দেশটিতে নার্সদের এটিই সবচেয়ে বড় বিক্ষোভ। ওমিক্রনের কারণে দেশটির স্বাস্থ্য ব্যবস্থার উপর চাপ বেড়েছে। করোনা পরীক্ষা ও হাসপাতালে রোগি ভর্তির সংখ্যা বাড়ায় কর্মী সংকট ভয়াবহ রূপ নিয়েছে। রোগি ও স্বাস্থ্যকর্মীর সংখ্যার অনুপাতে ভারসাম্য আনার পাশাপাশি অন্তত আড়াই শতাংশ বেতন বাড়ানোর দাবি জানিয়ে আসছেন চিকিৎসাকর্মীরা। তবে কর্মী সংকটের অভিযোগ অস্বীকার করেছে নিউ সাউথ ওয়েলসের কর্তৃপক্ষ।
সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সোমবার রাস্তায় নামেন তারা। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তারা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: