• ঢাকা
  • শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মোংলায় ৩ নম্বর সতর্কতা সংকেত, গুঁড়িগুঁড়ি বৃষ্টি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৩ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:২৭ পিএম
তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করে
মোংলায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি ৩ নম্বর সতর্কতা সংকেত

নিউজ ডেস্ক:  পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও সামান্য উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়েছে। এটি এখন গভীর নিম্নচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৭৫ কিলোমিটার দক্ষিণে রয়েছে। এর ফলে দুই ঘণ্টার ব্যবধানে এক নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। 

রবিবার সকালে সাড়ে ১০টায় আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এই তথ্য জানান।

মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী বলেন, ‌‘সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সকাল থেকে মোংলার আকাশে সূর্য দেখা যাচ্ছে না। ভোর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ রাতে হালকা এবং ২৪ ও ২৫ অক্টোবর মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। এরপর বৃষ্টি ঝরিয়ে এর শক্তি কমে পরিবেশ স্বাভাবিক হবে। এছাড়া নদীতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বাড়ার আশঙ্কা রয়েছে।’

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, এই মুহূর্তে সার, কয়লা, গ্যাস ও সিমেন্টর কাঁচামাল ক্লিংকারসহ বন্দরে ১৩টি বাণিজ্যিক জাহাজ অবস্থান করছে। সেসব জাহাজে স্বাভাবিক নিয়মেই কাজ চলছে। তবে দুর্যোগ বাড়লে পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image