
ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগে যুবলীগ নেতা অলিউল ইসলাম অলি ও নজরুল ইসলাম এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ।
শনিবার (২২ জানুয়ারি) বিকালে কালিকাপ্রসাদ মোনতাজ মিয়ার বাড়ীর মাঠে এ সংবাদ সম্মেলনে সমিতির সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও সহ-সভাপতি আজিম উদ্দিন বলেন, পাদুকা শিল্পের শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থে ১৯৮৫ সালে ১.৬৮৭৫ একর জমি ক্রয়করা হয় ।
বিগত ২০১৬ সালে একটি চক্র আমাদের সমিতির সাথে মিল রেখে ক্ষুদ্র পাদুকা শিল্প উন্নয়ন ব্যবসায়ী সমবায় সমিতি নামে ভিত্তিহীন একটি সংগঠন করে উক্ত সংগঠনের সভাপতি যুবলীগের আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অলিউল ইসলাম অলি ও সাধারন সম্পাদক নজরুল ইসলাম এর নেতৃত্বে ক্ষমতার অপব্যবহার করে আমাদের খরিদকৃত জমি দখলের চেষ্টা ও তালবাহানা করছে ।
অবৈধভাবে আমাদের জমিতে আদালতের জারিকৃত ১৪৪ ও ১৪৫ ধারা নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক অবকাঠামো উন্নয়নের কাজ করছেন। শুধু তাই নয় তারা আমাদের সংগঠনের সকল সদস্যদেরকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।এ সময় তারা আরো বলেন, আমাদের সংগঠনের ৩ হাজার সদস্যের এবং ক্ষুদ্র পাদুকা শিল্প বহুমুখী উন্নয়ন সমিতির স্বার্থে বিষয়টি আমলে নিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি কুতুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কার্যকরী সদস্য কামরুল ইসলাম, মোঃ জামান ও কবির মিয়া সহ অনেকে।
ঢাকানিউজ২৪.কম / সোহানুর রহমান(সোহান)/কেএন
আপনার মতামত লিখুন: