• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশ এখন ক্ষুধাপীড়িত দেশ : আ স ম  রব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৯ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৫ এএম
বাংলাদেশ এখন ক্ষুধাপীড়িত দেশ
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব

নিউজ ডেস্ক : দাবি দিবস উপলক্ষে ১৮ ফেব্রুয়ারী পল্টন মোড়ে জেএসডি আয়োজিত সমাবেশে স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন- বাংলাদেশে কমপক্ষে সাত কোটি মানুষ ক্ষুধায় প্রতিনিয়ত ধুঁকছে। তাঁরা তিন বেলা ন্যূনতম খাবার জোগাড় করতে পারছে না। বাংলাদেশ এখন ক্ষুধাপীড়িত দেশ। 

বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় দারিদ্রসীমার নীচে এবং বিপর্যস্ত জনগোষ্ঠীর শিক্ষা, মৌলিক স্বাস্থ্যব্যবস্থার অভাবসহ নানামুখী বঞ্চনা নিয়ে চিন্তাভাবনার প্রতিফলন বা সার্বিক কোন কর্মসূচী রাষ্ট্রীয় রাজনীতিতে নেই। কয়েক কোটি মানুষের নিরবিচ্ছিন্ন ক্ষুধাসহ দীর্ঘস্থায়ী অপুষ্টিতে কোন মনোযোগ দেওয়া হচ্ছে না। বঞ্চিতদের সমস্যা দূর করতে সম্পদের বন্টনে সরকার উদাসীন ও অক্ষম। 

তিনি আরও বলেন, বিদ্যমান স্বৈরাচারী সরকারের অপসারণ ও বর্তমান সংসদ বাতিল করে জাতীয় সরকার গঠনপূর্বক ঔপনিবেশিক ব্যবস্থার অবসান, প্রদেশসহ স্বশাসিত স্থানীয় সরকার ও সংসদের উচ্চ কক্ষ গঠন, সংবিধান সংশোধন, রাষ্ট্রকাঠামোর সংস্কারের মাধ্যমে 'অংশীদারিত্বের গণতন্ত্র' কায়েমের লক্ষ্যে সারাদেশে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে।

সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, কামাল উদ্দিন পাটোয়ারী, এডভোকেট কে এম জাবির, এডভোকেট আনোয়ারুল হক, জনাব মোশারফ হোসেন, এস এম শামসুল আলম নিক্সন, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, কামাল উদ্দিন মজুমদার সাজু, আব্দুল মান্নান মুন্সী, ফারজানা দিবা,  তৌফিকুজ্জামান পীরাচা প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image