
নিউজ ডেস্ক: বাংলাদেশ রেড ক্রিসেন্টের সোসাইটির উদ্যোগে সুন্দরবনের দুবলার চরে ২০ হাজার জেলেকে করোনা টিকা দেয়া শুরু করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। আজ সকাল থেকে দ্বিতীয় দিনের মতো এই টিকা কার্যক্রম শুরু হয়। সুন্দরবনের দুর্গম দুবলার চরের আলোরকোল, মাঝিরকিল্লা ও নারিকেলবাড়ীয়ায় জেলেদের মাঝে এই কার্যক্রম চলবে।
রেড ক্রিসেন্টের ৮ জন স্বেচ্ছাসেবী এতে অংশ নিয়েছেন। এই কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মেডিক্যাল কর্মকর্তাসহ অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসকও আছেন। জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন থাকলেই ২০ হাজার জেলেকে টিকা দেয়া হবে।
বুধবার দ্বিতীয় ও শেষ দিনে সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই টিকাদান কর্মসূচি। বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীতে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় চলছে টিকাদান।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: