নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ৩০০ ফিট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রিজভী আহমেদ সাদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) গভীর রাতে দুর্ঘটনার পর মুমূর্ষ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিজভী মিরপুরের কাফরুল থানার আশিদাগ এলাকার বাসিন্দা এবং জাহাঙ্গীর আলমের পুত্র। রিজভীর ভগ্নিপতি গোলাম মর্তুজা জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন রিজভী। ঘটনার রাতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: