
দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণা জেলার দুর্গাপুর-বিরিশিরি সংযোগ সেতু থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে এক যুবতি। রবিবার সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ তাৎক্ষণিক মুমুর্ষ অবস্থায় ঐ নারীকে দুর্গাপুর স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎমা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ওই নারীর নাম ফাতেমা আক্তার জয়া (২৪) বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন পুলিশ। পাশাপাশি ঢাকার যাত্রাবাড়ী এলাকার নবী হোসেনের স্ত্রী বলেও একটি সূত্রে জানা গেছে। তবে কীভাবে এই নারী দুর্গাপুরে এসেছে এবং তার প্রকৃত পরিচয় নিশ্চিত পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
স্থানীয় সূত্রে জানা যায় বিরিশিরি ব্রীজের উপরে হঠাৎ একটি নারী হাটাহাটি করতে দেখেন স্থানীয় কয়েকজন । হঠাৎ কোন কিছু বোঝার আগেই ওই নারী ব্রিজ থেকে লাফিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত ব্রীজের নিচে ছুটে গিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ওই কিশোরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঘটনাস্থলের ভিডিও ধারণ করতে গেলে কথিত হাতেমা বাহিনীর বাধার মুখে পড়ে সংবাদকর্মী। সংবাদকর্মীর ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালান ফাতেমা আক্তারের বড় মেয়ে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ১৭ তারিখ ঢাকা থেকে কাজের কথা বলে দুর্গাপুর এনে স্থানীয় ফাতেমা আক্তারের বাসায় আটকে রেখে অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগ তুলেছেন বিথী নামের আরেকজন কিশোরী। ওই কিশোরী হাতেমা আক্তারের বাড়ী থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। এছাড়াাও অভিযোগ রয়েছে পৌর শহরের মাঝে অনৈতিক কাজের আস্তানা খুলে দীর্ঘদিন ধরে
ব্যবসা চালিয়ে যাচ্ছে কথিত এই হাতেমা আক্তার।
আন্দোলন মানববন্ধন করেও কোনো প্রতিকার পায়নি এলাকাবাসী।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: