• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধানের আলোকে: ডাঃ রুস্তম


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৫০ পিএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধানের আলোকে
সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী

মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ১২৯  পিরোজপুর -৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী বলেছেন,দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধানের আলোকে। এতে যারা বাধা দেবে তারা ইতিহাসে আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।কারন জাতীয় সংসদ হচ্ছে সবকিছুর কেন্দ্রবিন্দু। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মঠবাড়িয়া উপজেলা পর্যায়ে দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৩ উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন,বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। সে কারণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছে। সে জন্য সকল ক্ষেএে বঙ্গবন্ধুর কথা এসে যায়। তারই সুযোগ্য তনয়া সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে ২৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করন করেছে। আমি দেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে। কখনও অসুস্থ্য ও বৈরি রাজনীতি করি নাই।সব সময় মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক  বাংলাদেশ বিনির্মাণের পক্ষে। সে কারনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বানিয়েছেন।এ পদটি মন্ত্রীর মর্যাদা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  ভৌমিকের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইউনুস আলীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, এমপিসহ ধর্মিনী খাদিজা আক্তার খুশবু, মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ফেরদৌস ইসলাম, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার, ইন্সপেক্টর (অপারেশন) আব্দুল হালিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান,ফজলুল রহমান তালুকদার প্রমূখ।এর আগে প্রধান অতিথি ডাঃ রুস্তম আলী ফরাজী এমপি দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image