আন্তর্জাতিক ডেস্ক : এক ভয়াবহ বিস্ফোরণে পাকিস্তানের পাঞ্জাবের কোট আদ্দুরে নারীসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। বৃহস্পতিবার (১ জুন) এক বিবৃতি দিয়ে হতাহতের তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের মুজাফফরগড় থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে পাঞ্জাবের কোট আদ্দুর দাইরা দিন পানাহ এলাকার একটি বাড়িতে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, নিহত ছয়জনের মধ্যে তিনজনই নারী। যে বাড়িতে বিস্ফোরণটি হয়েছে, সেটির মালিক একটি জাংক-ইয়ার্ডে কাজ করেন। বিস্ফোরণের সময় বর্জ্য পদার্থ ঘাঁটাঘাঁটি করা হচ্ছিল বলে জানা গেছে।
স্থানীয়রা জানিয়েছে, বিস্ফোরণের পর পরই পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: