• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নির্মাণাধীন ভবন থেকে পড়ে মালদ্বীপে বাংলাদেশির মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৩২ পিএম
নির্মাণাধীন ভবন থেকে পড়ে
মালদ্বীপে বাংলাদেশির মৃত্যু

মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ প্রতিনিধি: মালদ্বীপের নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. শরিফ উদ্দিন (২৬)। শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

মো. শরিফ উদ্দিন কিশোরগঞ্জের মধ্যম পাটধা গ্রামের মো. রমিজ উদ্দিনের দ্বিতীয় সন্তান।

জানা গেছে, বৃহস্পতিবার মালদ্বীপের স্থানীয় সময় বিকাল ৪টায় পাঁচ তলায় কাজ করতে গেলে ছাদ মনে করে ফলস সিলিংয়ে পা রাখা মাত্রই তা ভেঙে নিচে পড়ে যান তিনি। স্থানীয় লোকজনের সহায়তায় তাকে দ্রুত আই জি এম এইচ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে দ্রুত আইসিইউ বিভাগে হস্তান্তর করেন। পরে শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে নিহতের মরদেহ মালদ্বীপের রাজধানী মালে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে  মর্গে রাখা হয়েছে। লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তার অকাল মৃত্যুতে বাংলাদেশ দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটি গভীর শোক প্রকাশ করেছে। শোকের ছায়া নেমে এসেছে তার দেশের বাড়িতে।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image