• ঢাকা
  • বুধবার, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কে শাকদহ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১১ পিএম
গোবিন্দগঞ্জ-গাইবান্ধা সড়কে
শাকদহ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন 

গাইবান্ধা থেকে আঃ খালেক মন্ডলঃ গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়কের শাকদহ সেতু নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরস্থাপন করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে গাইবান্ধা-৪, গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে দোয়া মাহফিলের মাধ্যমে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতামাসুল ইসলাম শিল্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান শিবলু, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক খালিদ আহম্মেদ চৌধুরী তুহিন,ফুলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাস্টার,ফুলবাড়ি  হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী সুনির্লল দেব গুল্টু,জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য নুরজাহান বেগম, ভেলামারী বোগদহ উচ্চ ম্যাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আফরোজা খাতুন সুইটি,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আহসানুল শেখ সুমন,পৌর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক নুরনবী সরকার নান্নু, উপজেলা তাঁতীলীগের সাধারন সম্পাদক আতোয়ার হোসেন আতিকসহ নেতৃবৃন্দ।

সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে উপজেলার গোবিন্দগঞ্জ-গাইবান্ধা ভায়া নাকাইহাট সড়কে ফুলবাড়ি ইউনিয়নের শাকদহ নামক স্থানে প্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মিত হচ্ছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image