
মো. জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে অভিযাত্রী সংগঠনের উদ্যােগে ‘মাতৃ দুগ্ধ প্রদান কক্ষ' স্থাপন ও উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষের সহযোগিতায় স্টেশন প্লাটফর্মে উদ্বোধন করা হয়।
সংগঠনের সভাপতি মোত্তাকিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নুল আবেদীন, শ্রীমঙ্গল স্টেশন সহকারি মাস্টার মো. সাখওয়াত হোসেন। এসময় আরোও উপস্থিত ছিলেন অভিযাত্রী সংগঠনের সাধারণ সম্পাদক সত্যকাম ভট্রাচার্য্য, কোষাধ্যক্ষ সৈয়দ মুক্তাকিন বিল্লাহ, সাধারণ সদস্য রাসেল আহমেদ সহ প্রমূখ ।
উল্লেখ্য অভিযাত্রী সংগঠনের উদ্যােগে গত বছরের শ্রীমঙ্গলে বিভিন্ন এলাকাতে মানবতার দেয়াল নাম এক ভিন্ন রকম সেবার চালু করে অতি দরিদ্রের জন্য কাপড় রাখার স্থান দিয়ে আলোচনায় আসে । মানুষের বাড়িতে যে সকল কাপড় ব্যবহার করা হচ্ছে না সেগুলো মানবতার দেওয়ালে রাখার জন্য শহরের বিভিন্ন দেওয়ালে রাখা অনুরোধ করলে এসে সাড়া জাগে পুরো সিলেট বিভাগে ।
ঢাকানিউজ২৪.কম / মো. জহিরুল ইসলাম
আপনার মতামত লিখুন: