• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চুয়াডাঙ্গায় পুলিশের ডিআইজি পরিচয়দানকারী গ্রেফতার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৮ সেপ্টেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:২২ এএম
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুয়া ডিআইজি উজ্জ্বলের
ভুয়া ডিআইজি গ্রেফতার করা হয়

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পরিচয়দানকারী উজ্জ্বল হোসেন (৩৮) নামে ভুয়া এক ব্যক্তি এবং আব্দুল লতিফ (৩৫) নামে তার সহযোগীকে গ্রেফতার করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।

সোমবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ওসমানপুর এলাকা থেকে উজ্জ্বলকে ও কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রাম থেকে লতিফকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দু’জনের মধ্যে উজ্জ্বল আলমডাঙ্গার ওসমানপুর গ্রামের হাসেম আলীর ছেলে এবং লতিফ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত হামিদ আলীর ছেলে। ৮ লাখ টাকায় পুলিশে চাকরি দেওয়ার নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৯ হাজার ৫০০ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে গ্রেফতার ওই দু’জনের বিরুদ্ধে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, উজ্জ্বল নিজেকে ডিআইজি পরিচয় দিয়ে একই উপজেলার প্রাগপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মহিদুল ইসলামকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে ৮ লাখ টাকার চুক্তি করেন। পরে মহিদুল তাকে ৩৯ হাজার ৫০০ টাকা দেন। বাকি টাকা পরে দেবে বলে কথা হয়। একপর্যায়ে সন্দেহ হয় মহিদুলের। তিনি বিষয়টি থানায় অবহিত করেন এবং সোমবার ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেন।

মামলা পর পরই তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভুয়া ডিআইজি উজ্জ্বলের অবস্থান নিশ্চিত হয়ে তাকে তার নিজ গ্রাম ওসমানপুর থেকে গ্রেফতার করা হয়। একই রাতে তার সহযোগী লতিফকে কুষ্টিয়ার কুমারখালীর দয়ারামপুর গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং লতিফের নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহার করা মোবাইল ফোন, সিম, বিকাশ সংক্রান্ত নথিপত্র এবং অন্যান্য ডকুমেন্টস উদ্ধার করা হয়।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image