খুলনা প্রতিনিধি : ভারতের এক হিন্দু পুরোহিতের মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং বিজেপির এক নেতার সেই বক্তব্য সমর্থনের প্রতিবাদে খুলনা মেডিকেল কলেজে (খুমেক) শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খুমেকের মেইন গেটে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ যুবাইর সায়েম এবং ইন্টার্ন চিকিৎসক ফোরামের সভাপতি ডা. মোহাম্মদ আরাফাত হোসেনসহ অন্যান্য বক্তারা।
বক্তারা ভারতের সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারতে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলমানরা নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং ভারতের সরকারকে এর জন্য ক্ষমা চাইতে হবে বলে উল্লেখ করেন।
পঞ্চম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ যুবাইর সায়েম বলেন, “মোদি সরকারকে সতর্ক করতে চাই যে অবমাননাকারীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিন। মুসলমানদের ধৈর্য পরীক্ষা করবেন না। আমরা রাসুলুল্লাহ (সা.)-এর অপমান সহ্য করবো না এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।”
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা হাসপাতালের সামনে দিয়ে প্রদক্ষিণ করে কলেজ গেটের মাধ্যমে ক্যাম্পাসে ফিরে আসে।
উল্লেখ্য, গত আগস্টে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করেন। বিজেপির বিধায়ক নীতেশ রানে সেই বক্তব্যের সমর্থন জানান। তাদের বিরুদ্ধে থানায় মামলা হলেও এখনো তারা গ্রেপ্তার হননি। এই ঘটনার প্রতিবাদে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: