• ঢাকা
  • শনিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ০৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে বিএনপির নৈরাজ্যের আশংকায় আ'লীগের অবস্থান কর্মসূচি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১৮ পিএম
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ
বিএনপির নৈরাজ্যের আশংকায় আ'লীগ

মো. নজরুল ইসলাম, ময়মনসিংহ :  শনিবার ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশ থেকে নগরীতে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা সহ সকল ধরনের নাশকতার আশংকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ ১৫ অক্টোবর দুপুর থেকে রেলওয়ে স্টেশন কৃষ্ণচুড়া চত্বরে অবস্থান কর্মসুচি পালন করে ।

 ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করে।

কর্মসূচির সমাপনী বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা বলেন, আওয়ামী লীগ শান্তিপুর্ন কর্মসূচিতে বিশ্বাসী। দেশের প্রতিটি রাজনৈতিক সংগঠনের মিছিল, মিটিং ও সমাবেশ করার অধিকার রয়েছে। তবে মিছিল ও সমাবেশের নামে কোন রাজনৈতিক দল দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি,
নাশকতা ও জনগনের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করলে আওয়ামী লীগ প্রতিহত করার জন্য অতীতেও মাঠে ছিল। আজও আছে, ভবিষ্যতেও মাঠে থাকবে।

এ সময় জাতীয় সংসদ সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদক মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আমিনুল হক শামীম, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক আবু সাইদ দীন ইসলাম ফখরুল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট জালাল উদ্দিন খান, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, যুব বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী, সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম, অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, ফুলবাড়িয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়া, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল আউয়াল মিন্টু, জেলা শ্রমিক লীগ আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, জেলা যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ী, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, সভাপতি নাজমুল হক মন্ডলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image