
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত ভ্রমণে নতুন নিয়ম বেধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এখন থেকে যারা করোনা টেস্টের ৪ ঘণ্টা আগের পজিটিভ নয় রিপোর্ট জমা দেবে তারাই সেখানে প্রবেশ করতে পারবে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান শুক্রবার গণমাধ্যমকে এ বিষয়টি জানান।
আইনটি এখন প্রয়োগ হচ্ছে আবুধাবি বিমান বন্দরে। তবে দুবাই বিমান বন্দর দিয়ে ট্রানজিট প্যাসেঞ্জাররা এই শর্তের বাইরে আছে। এমনটা জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশে বিমান বন্দরগুলোতে দ্রুত পিসিআর টেস্ট করার ব্যবস্থা নেই। এজন্য আমিরাত থেকে বাংলাদেশে বেড়াতে আসা পর্যটকরা ও শ্রমিকরা নতুন এক সমস্যায় পড়েছে।
ভারত ও পাকিস্তানে বিমানবন্দরে দ্রুত আরটি-পিসিআর টেস্টের ব্যবস্থা করেছে। এ কারণে তাদের দেশের নাগরিকরা খুব সহজেই সেখানে প্রবেশ করতে পারছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: