
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা: মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ময়মনসিংহের গৌরীপুরে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার(১৬মার্চ) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।
বুধবার গৌরীপুর থানা পুলিশের একটি টিম গৌরীপুর পৌর শহরের পূর্বদাপুনিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে হেরোইন সেবনের সময় দুই যুবককে এক পুড়িয়া হেরোইন সহ আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত দুই যুবক হলেন, পৌর শহরের ইসলামাবাদ মহল্লার মতি মিয়ার ছেলে রুবেল (২৫) ১৪ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা, পূর্বদাপুনিয়া মহল্লার মৃত আব্দুল গফুরের ছেলে লাল মিয়া (৪২) ১২ মাস কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হচ্ছে। জব্দকৃত মাদক পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: