• ঢাকা
  • রবিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ; ১০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদলের আম্মানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫১ এএম
আম্মানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন
ন্যাশনাল ডিফেন্স কলেজ প্রতিনিধিদল

নিউজ ডেস্ক : বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর ১৯ সদস্যের একটি প্রতিনিধিদল জর্ডানে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন। এসময় জর্ডানিয়ান আর্মড ফোর্সেস (জেফ) এর প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। জর্ডানিয়ান আর্মড ফোর্সেস (জেফ) এবং আম্মানে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সমন্বয়ে উক্ত সফর অনুষ্ঠিত হয়। সফরকালে প্রতিনিধিদল জর্ডানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেন। 

অনুষ্ঠানের শুরুতে প্রতিনিধিদলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মামুন উর রশীদ বক্তব্য প্রদান করেন। রাষ্ট্রদূত নাহিদা সোবহান বাংলাদেশ-জর্ডান দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর একটি উপস্থাপনা করেন। তিনি বাংলাদেশ ও জর্ডানের দ্বিপাক্ষিক বর্তমান সম্পর্কের বিভিন্ন দিক ও ভবিষ্যতের সম্ভাবনার ওপর আলোকপাত করেন। রাষ্ট্রদূত প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশ ও জর্ডানের ঐতিহাসিক সম্পর্কের বিষয়েও উল্লেখ করেন।

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। 

ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এর পক্ষ থেকে রাষ্ট্রদূত ও বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image