নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় আহত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় চারজন মারা গেছেন। যার মধ্যে একজন আইনজীবী।
শুক্রবার (১৬ আগস্ট) দুপুর থেকে বিকেলের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহতদের মধ্যে রয়েছেন কুমিল্লা সদর উপজেলার আইনজীবী আবুল কালাম (৫৫), চুয়াডাঙ্গার রাজমিস্ত্রী উজ্জ্বল হোসেন (৩০), নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ (২৬) এবং বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিন হোসেন (২৭)।
আইনজীবী আবুল কালামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে হলেও তিনি বর্তমানে কুমিল্লা সদর উপজেলার মহিলা কলেজ রোডে বসবাস করতেন। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) আকিব নূর জানান, তিনি সরকারের পতনের এক দফার কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন। এ সময় কুমিল্লা সদর থানার হাই স্কুল সংলগ্ন রাস্তায় মুঘলটুলি সিটি করপোরেশনের পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রায়হান ও তার বাহিনী তার ওপর হামলা চালিয়ে তাকে গুলিবিদ্ধ করে। প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ৬ আগস্ট ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি করা হলে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান।
অন্য ঘটনায় চুয়াডাঙ্গার রাজমিস্ত্রী উজ্জ্বল হোসেনের মৃত্যু ঘটে। তার স্ত্রী শিলু আক্তার জানান, উজ্জ্বল মুক্তারপুর মোল্লাবাজারে চা পান করার সময় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন, যার ফলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।
নোয়াখালীর বেগমগঞ্জের মীর আলীপুর গ্রামের বাসিন্দা আসিফ, যিনি পড়ালেখা ছেড়ে একটি দোকানে কাজ করছিলেন, ৫ আগস্ট মিছিলে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।
আল আমিন হোসেন, যশোরের চৌগাছার আফরা গ্রামের বাসিন্দা, বরগুনার আমতলীতে রেনেটা ওষুধ কোম্পানির সেলসম্যান হিসেবে কাজ করতেন। তার ভাই রাসেলের বক্তব্য অনুযায়ী, আন্দোলনকারীরা তাদের বাসার নিচতলায় আগুন লাগিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আল আমিন দ্বিতীয় তলা থেকে লাফিয়ে রাস্তায় পড়েন। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হয় এবং পরে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে শুক্রবার ভোরে তার মৃত্যু ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া নিশ্চিত করেছেন যে, মরদেহগুলো ময়নাতদন্ত শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: