• ঢাকা
  • বুধবার, ১২ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

এক কোটি আফগান শিশু চরম বিপর্যয়ের মুখে: ইউনিসেফ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ১০:৫৬ এএম
ক্ষুধা ও নানা রোগ-ব্যাধির শিকার
আফগান শিশু

নিউজ ডেস্ক:    এক কোটি আফগান শিশু এখন চরম বিপর্যয়ের মুখে পড়েছে। তাদের জন্য খুব দ্রুত মানবিক সহায়তা দরকার। তা না হলে তারা ক্ষুধা ও নানা রোগ-ব্যাধির শিকার হবে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।

জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) তাদের জন্য ২০ কোটি ডলারের খাদ্য সহায়তা চেয়েছে। খবর আলজাজিরার

ইউনিসেফ বলেছে, আফগান শিশুদের জন্য এরইমধ্যে মানবিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। তবু প্রায় ১০ লাখ আফগান শিশু প্রাণঘাতী অপুষ্টির শিকার হতে পারে বলে আশঙ্কা করছে তারা।

ডব্লিউএফপির নির্বাহী পরিচালক ডেভিড বিয়াসলি বলেন, আফগানিস্তানে এক কোটি ৪০ লাখ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। অনেক বছর ধরে খরা, সংঘাত ও অর্থনৈতিক অবনতির কারণে এ সংকট তীব্র হয়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে কভিড-১৯।

এদিকে তালেবানের হাতে কাবুলের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে আফগানিস্তানকে সাহায্য বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাংক। শত কোটি টাকার তহবিল আটকে দিয়েছে।

বিশ্বব্যাংক আগের তালেবান সরকারের পতনের পর ২০০২ সালে দেশটিকে ৫ দশমিক ৩ বিলিয়ন ডলার দিয়েছে এবং সেখানে তাদের ২৭টি প্রকল্পও রয়েছে। তবে গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পেমেন্ট বিতরণে বাধা দেয়।

৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা নিজেদের লোকজন সরিয়ে নিতে শুরু করে।

তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকে এ পর্যন্ত ৭০ হাজারের বেশি লোক আফগানিস্তান ছেড়েছে। এরমধ্যে যেমন বিদেশি নাগরিক, তেমনি তালেবানের ভয়ে ভীত আফগান নাগরিকও রয়েছেন।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image