• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৬ জন দুষ্কৃতিকারী আটক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৮ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:২৯ পিএম
রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৬ জন
দুষ্কৃতিকারী আটক

জাফর আলম, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার কুতুপালং, বালুখালীসহ বিভিন্ন ক্যাম্পে সাঁড়াশি অভিযান শুরু করেছে। গেলো ২৪ ঘন্টায় ১৬ জন দুষ্কৃতিকারী রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন সদস্যরা। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন হত্যা মামলার আসামী। 

এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ঘটনায় জড়িত থাকার সন্দহে কয়েকজন রোহিঙ্গাকে আটক করা হয় বলে জানিয়েছে এপিবিএন। 

আটককৃতরা হলেন, কুতুপালং ক্যাম্পের মৃত ফারুক আহমদের ছেলে মোস্তাক (৩৫), মৃত মোহাম্মদ হোসনের ছেলে সোনা আহম্মদ (৩৪), শুক্কু মাঝির ছেলে মোহাম্মদ ছলিম (১৯), মৃত সাকের আহমদের ছেলে মোহাম্মদ তৈয়ব (২৫), মৃত আবু তালেবের ছেলে হোসেন জোহর (২২), টেকনাফ শাল বাগান ক্যাম্পের বাসিন্দা আব্দুল হকের ছেলে আলী জোহার (২৮), মাহামুদুর রহমানের ছেলে মো. ইউসুফ (২৭), আলী হোছেনের ছেলে মো. আমির হাকিম (৪০), মৃত অসিউর রহমানের ছেলে মোহাম্মদ শফি (৩২), সমছুর আলমের ছেলে আনোয়ার শাহ (১৮), মৃত ফিরোজ আহমদের ছেলে কামাল হোসেন (৩১), মৃত আবুল কাশিমের ছেলে মো. আলী জোহর (৪২), আব্দুল সমদের ছেলে মো. হারুন (২৩), মৃত আমির হাকিমের ছেলে মো. সলিম (৩০), মৃত আশু জামার ছেলে মো. রফিক (৩০) ও মৃত শুক্কুরের ছেলে সাইফুল আলম (৪০)। এদের মধ্যে ১২ জন এজাহার নামীয় আসামী। বাকি চারজন সন্দহেভাজন আসামী। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মােহাম্মদ আলী।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image