
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নৌপথে ভ্রমণের ইতিহাস সৃষ্টি করা বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল প্রমোদতরী 'গঙ্গা বিলাস' এখন বাংলাদেশের পথে। কলকাতার গঙ্গাবক্ষ থেকে নদীয়া দিয়ে বাংলাদেশে ঢুকে সেখান থেকে চূড়ান্ত গন্তব্য আসামের ডিব্রুগড়ে যাবে জাহাজটি।
কলকাতার বুক ছুঁয়ে যাওয়া এই গঙ্গা। খিদিরপুর থেকে কয়েক কিলোমিটার দূরত্বের কলকাতার মিলিনিয়াম পার্কের তীরঘেঁষে দাঁড়িয়ে সারি সারি জাহাজ। আর এখানেই চোখে পড়ল বিলাসবহুল প্রমোদতরী 'গঙ্গা বিলাস' এর দ্রুতগতিতে ছুটে চলার ছবি।
গঙ্গা বিলাসকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেলে ফেলার পাশাপাশি জাহাজটি নিয়ে চরম গোপনীয়তা অবলম্বন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর তাই সাধারণ মানুষের মধ্যেও এটি নিয়ে তৈরি হয়েছে বাড়তি কৌতুহল; রয়েছে নানা প্রশ্নও।
গঙ্গাবিলাসের প্রথম যাত্রায় সওয়ার হয়েছেন ৩২ সুইডিশ পর্যটক। ধারণা করা হচ্ছে, উত্তরপ্রদেশ থেকে ছেড়ে আসা এই জাহাজ বুধবারের মধ্যেই ঢুকবে বাংলাদেশে। এর আগে গত শনিবার গভীর রাতে কলকাতা পৌঁছায় গঙ্গাবিলাস।
এরপর গত কয়েক দিন ধরে প্রমোদতরীটির পর্যটকরা কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন। সরকারি উদ্যোগ হলেও পুরোপুরি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বিলাসবহুল এই প্রমোদতরী দীর্ঘ ৫১ দিন ধরে তিন হাজার ২০০ কিলোমিটার পথ যাত্রা করবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: