• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:১১ পিএম
নেত্রকোণার জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা বলাকা কমি
শ্রীপুর রেলওয়ে স্টেশন

নিউজ ডেস্ক:   গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়েছে। এরপর জয়দেবপুর- ময়মনসিংহ ‍রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শ্রীপুর রেলওয়ে স্টেশর মাস্টার শামীমা জাহান জানান, নেত্রকোণার জারিয়া ঝাঞ্জাইল থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি সন্ধ্যার আগে শ্রীপুরের কাছাকাছি এসে পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়িয়ে যায়।

ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনে নেওয়ার চেষ্টা করলে হোম সিগন্যালের কাছাকাছি যেতেই ওই ইঞ্জিন চারটি লাইনচ্যুত হয়। ফলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শামীমা জাহান জানান, লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও লাইন সচল করতে ঢাকার রেল ট্রাফিক কন্ট্রোলে জানানো হয়েছে। বলাকা কমিউটারের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার কারণে  ময়মনসিংহগামী যমুনা এক্সপ্রেস, ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেস শ্রীপুরের উত্তর ও দক্ষিণের বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। ওসব ট্রেনের হাজার হাজার যাত্রী পড়েছেন চরম বিপাকে। 

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image