• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জজ কোর্ট আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:০১ পিএম
ভোট,গ্রহণ
ঢাকা জজ কোর্ট

জ‌হিরুল ইসলাম সা‌নি

ঢাকা জজ কোর্টের ঢাকা মহানগর আইনজীবী সহকারী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ চলছে। 

নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করেন নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ আল-মামুন হাওলাদার ঢাকা নিউজকে ২৪ডট কমকে বলেন,আমরা প্রার্থী ও ভোটারদের সহযোগিতা নিয়ে সুষ্ঠু, সুন্দর নির্বাচন উপহার দিতে চাই। ঢাকা মহানগর আইনজীবী সহকারী সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। এখানে দুটি প্যানেলের সব সদস্যরা একে অন্যের সহকর্মী। নিয়ম অনুযায়ী আচরণবিধি মেনে সব প্রার্থীরা এখানে ভোট দিচ্ছেন। এছাড়াও এখানে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সে জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত আছেন।

বৃহস্পতিবার পুরান ঢাকার জজ কোর্ট মেট্রোপলিটন বার অ্যাসোসিয়েশন ভবনের নিচ তলায় এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৪২ জন। এর মধ্যে ১১ পদের বিপরীতে মোট ২৪ জন প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২ জন নির্বাচন করছেন।

নির্বাচনে অংশগ্রহণকারী "হাদী-আক্তার" প্যানেলে সভাপতি হিসেবে মোঃ গোলাম হাদী, সাধারণ-সম্পাদক মোঃ আক্তার হোসেন, সহ-সভাপতি আব্দুল কাদের, কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম, সহ-সম্পাদক মোঃ সোলাইমান খান মাসুদ, সাংস্কৃতিক-সম্পাদক মোঃ মির্জা রুবেল, দপ্তর সম্পাদক জাহিদ হোসেন, কার্যকরী সদস্য আশরাফ সিদ্দিকী, মোঃ ফিরোজ সরদার, মোঃ মাসুদ রানা ও রতন ঘোষ নির্বাচনে অংশগ্রহণ করছে।

নির্বাচনে অংশগ্রহণকারী "শহিদুল-মজুমদার" প্যানেলে সভাপতি হিসেবে মোঃ শহিদুল ইসলাম, সাধারণ-সম্পাদক মোঃ সালাহ্ উদ্দিন মজুমদার, সহ-সভাপতি এস, এমন হায়দার আলী, কোষাধক্ষ উওরম কুমার, সহ-সম্পাদক আব্দুল মান্নাফ, সাংস্কৃতিক-সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (শরীফ), দপ্তর-সম্পাদক মোঃ ফিরোজ খান, কার্যনির্বাহী সদস্য মোঃ আবদুল হক (বাবু), ইয়াকুব হোসেন ইমন, মোঃ খলিলুর রহমান, জাহেদুর রশিদ (টিটু) মোঃ রাসেল ও শেখ কামাল হোসেন নির্বাচনে অংশগ্রহণ করছে।
 

ঢাকানিউজ২৪.কম / এমআর

আরো পড়ুন

banner image
banner image